অ্যাশেজের চোট এখনও পুরোপুরি সারেনি। ফলে, বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে সম্ভবত খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে। সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি এই বিষয়টি নিশ্চিন্ত করেছেন। চোটের জন্য অ্যাশেজের প্রথম দুটি ম্যাচেও খেলতে পারেননি কামিন্স। এমনকি, তাঁর ওয়ার্কলোড কমানোর জন্য জাতীয় দলের শিবিরেও তাঁকে ডাকা হয়নি।
তবে মনে করা হচ্ছে, বিশ্বকাপের মধ্যেই সেরে উঠবেন তিনি। সেক্ষেত্রে প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে না পারলেও পরবর্তীকালে তাঁর মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়। যদিও, বিশ্বকাপের আগে কামিন্সকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া শিবির। আসলে, পিঠের চোট বারবার ভোগাচ্ছে তাঁকে। তাই, কামিন্সকে যতটা সম্ভব বিশ্রাম দিতে চাইছে তারা।
Advertisement
বিষয়টি নিয়ে নির্বাচক প্রধান বেইলি জানান, ফিট হওয়ার জন্য কামিন্সকে তারা পর্যাপ্ত সময় দিতে চাইছেন। একইসঙ্গে তিনি আরও জানান, যদি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, অবশ্যই সেটার জন্য প্রস্তুত থাকবেন। পাশাপাশি বেইলি আশাপ্রকাশ করেছেন, সবকিছু পরিকল্পনামাফিকই হবে। তবে বেইলির কথায় স্পষ্ট শুধু প্রথম দুই ম্যাচ নয়, টুর্নামেন্টের বাকি পর্বেও এখন নিশ্চিত নয় কামিন্সের খেলা। এই প্রসঙ্গে বলা যায়, আগামী ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
Advertisement
Advertisement



