তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবির অনতিবিলম্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তর জানিয়েছিল, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর সংক্রান্ত কোনও শুনানির নোটিস পাঠানো হয়নি। কিন্তু সেই দাবির ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার সকালে শান্তিনিকেতনের বাসভবন ‘প্রতীচী’-তে গিয়ে নোটিস দিয়ে গেলেন সংশ্লিষ্ট এলাকার বুথ স্তরের আধিকারিক (বিএলও)। এই ঘটনায় নতুন করে বিতর্ক তীব্র হয়েছে।
অমর্ত্য সেনের আত্মীয় ও ঘনিষ্ঠদের অভিযোগ, তাঁকে অযথা হয়রানির জন্যই এই নোটিস পাঠানো হয়েছে। আর তৃণমূলের দাবি, এতে প্রমাণ হয়ে গেল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ তথ্য জেনেই বক্তব্য রেখেছিলেন। কমিশন শেষ পর্যন্ত বিষয়টি আড়াল করতে পারেনি বলেও তোপ দেগেছে শাসক দল। তৃণমূলের আরও অভিযোগ, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাঙালি বলেই তাঁকে টার্গেট করা হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



