বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ও ভারতরত্ন অমর্ত্য সেনের নাগরিকত্ব সংক্রান্ত নথি যাচাই করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের প্রতিনিধিরা শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গেলে তাঁদের হাতে পাসপোর্ট-সহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় অমর্ত্য সেনের পরিবারের তরফে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের এসআইআর শুনানিতে ডাকা নিয়ে রাজ্যে একের পর এক অশান্তির ঘটনা ঘটে চলেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা দেব অর্থাৎ, দীপক অধিকারীকে এসআইআর শুনানিতে ডাকা হলে তিনি সেই শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় নথি তুলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও এসআইআর শুনানিতে হাজির হওয়ার নোটিশ ধরানো হয়েছে। তিনি নির্দিষ্ট দিনে হাজির হবেন বলেও জানিয়েছেন। এসবের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এসআইআর-এর নোটিশ ধরানো হয়। তাঁর মা প্রয়াত অমিতা সেনের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলে এই নোটিশ দেওয়া হয়। গত ৭ জানুয়ারি তাঁর শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে এই নোটিশ পাঠানো হয়।
Advertisement
এই মুহূর্তে অমর্ত্য সেন দেশের বাইরে রয়েছেন। ওই নোটিশ গ্রহণ করে অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, নোবেলবিজয়ী অমর্ত্য সেনকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। অমর্ত্য সেন দেশের বাইরে থাকায়, তাঁরাই সমস্ত নথি পেশ করবেন। নোটিশ দেওয়ার সময় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচন কমিশনের আধিকারিকরা ১৬ জানুয়ারি তাঁর শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়েই নথি খতিয়ে দেখবেন। অমর্ত্য সেনের অনুপস্থিতে তাঁর পরিবারের কেউ ওই নথি জমা দিতে পারবেন।
Advertisement
সেই নিয়ম মেনে শুক্রবার ১৬ জানুয়ারি নির্বাচন কমিশনের প্রতিনিধিরা শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গেলে তাঁদের হাতে অমর্ত্য সেনের পাসপোর্ট-সহ অন্যান্য নথি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মা অমিতা সেনের আধার কার্ড, ভোটার কার্ড, মৃত্যুর শংসাপত্র ও ভোটার তালিকার ফটো কপি তুলে দিয়ে শান্তভানু সেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদের কাছে জানতে চান যে, অমর্ত্য সেনের ‘নোবেল প্রাপ্তি’ ও ‘ভারতরত্ন প্রাপ্তি’র নথিও লাগবে কি না। যদিও এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, অমর্ত্য সেন বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ৬ তারিখ রামপুরহাটে প্রকাশ্য জনসভা থেকেই প্রথম নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেনকে নাগরিকত্ব ও তাঁর মা প্রয়াত অমিতা সেনের বয়স সংক্রান্ত বিষয়ে এসআইআর শিবিরে নথি জমা দেওয়ার নোটিশ পাঠানোর বিষয়ে সামনে আনার পরই হৈচৈ শুরু হয়ে গিয়েছিল।
Advertisement



