• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

দল ঘোষণা নিউজিল্যান্ডের

বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন ক্রিকেটার আপাতত রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন এই দলে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র এবং ইশ সোধি। বিশ্বকাপের জন্য খুব একটা পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি তারা।

তবে, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় লকি ফার্গুসন এবং ম্যাট হেনরিকে দলে রাখা হয়নি। এছাড়াও, দলে সুযোগ পাননি টিম রবিনসন। তবে, এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বড় চমক হতে চলেছেন গ্লেন ফিলিপস। সাদা বলের ক্রিকেটে পূর্ণ অলরাউন্ডার হিসাবে পরিচিত ফিলিপস ব্যাট করার পাশাপাশি অফ স্পিন বল করতে পারেন। প্রয়োজনে উইকেটরক্ষকের ভূমিকাও পালন করতে পারেন। আবার বাউন্ডারিতেও ফিল্ডিংয়ের ক্ষেত্রে দারুণ সফল তিনি।

Advertisement

এবারের বিশ্বকাপে হয়তো বাঁ হাতে ব্যাট করতে দেখা যেতে পারে কিউয়ি এই অলরাউন্ডারকে। যদিও, চোট রয়েছে অধিনায়ক স্যান্টনার সহ ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যানের। বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন ক্রিকেটার আপাতত রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশ্বকাপের আগেই তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবে।

Advertisement

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) এবং ইশ সোধি।

Advertisement