• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে ভারতীয় ব্রিগেড

ওপেনার ডেফন কনওয়ে ও টিম শেইফার্ড প্রথম দিকে কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিলেন। একটা সময় ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রানসংখ্যা দাঁড়িয়েছিল ৭১।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ক্রিকেট দলের অশ্বমেধের ঘোড়া ছুটছে। পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে সূর্যকুমার যাদবরা সিরিজ নিজেদের দখলে রেখেছে। এখন লক্ষ্য নিউজিল্যান্ড দলকে হোয়াইটওয়াশ করা। সেই উদ্দেশ্যেই এখানে টসে জিতে অধিনায়ক সূর্যকুমার যাদব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ড ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২১৫ রান করে। অর্থাৎ ভারতের সামনে ২১৬ রানের টার্গেট রাখে। এদিন ঈশান কিশানকে প্রথম একাদশে রাখা হয়নি চোটের কারণে। তাই বোলার আর্শদীপ সিংকে খেলানো হয়। অবশ্য ভারতীয় দল ২১৫ রানকে তাড়া করে ম্যাচ জেতার লক্ষ্যে বড় ভূমিকা নেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ের কাছে সেইভাবে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা খুব একটা ভালো জায়গায় পৌঁছতে পারেননি।

ওপেনার ডেফন কনওয়ে ও টিম শেইফার্ড প্রথম দিকে কিছুটা ধরে খেলার চেষ্টা করেছিলেন। একটা সময় ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রানসংখ্যা দাঁড়িয়েছিল ৭১। আট ওভারে তারা ১০০ রান পূর্ণ করে। তারপরেই নিউজিল্যান্ডের ধস নামতে শুরু করে। ৩৭ রানের মধ্যে তাদের চারটি উইকেট হারিয়ে যায়। ৪৪ রানে কনওয়ে প্যাভিলিয়নে ফেরত যান। রাচিন রবীন্দ্র ২ রানে আউট হন। তারপরে কিছুটা হাল ধরার চেষ্টা করেন টিম শেইফার্ড ও গ্লেন ফিলিপস। শেইফার্ড ৬২ রানে আউট হয়ে যান। এই রান করার ফাঁকে তিনটি ছয় ও সাতটি চার মেরেছেন। ফিলিপস ২৪ রানে প্যাভিলিয়নের পথে পা বাড়ান। একদিনের সিরিজে ড্যারেল মিচেল ভালো খেললেও এই ফর্ম্যাটে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে এদিন ৩৯ রান করে নটআউট থাকেন। স্যান্টনার রান আউট হন। রিঙ্কু সিং ও হার্দিক পাণ্ডিয়া তিনটি করে ক্যাচ ধরেছেন। আর্শদীপ তিনটি উইকেট পেয়েছেন। দুটো উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।

Advertisement

২১৬ রানের টার্গেট নিয়ে ভারত খেলতে নেমে খুব তাড়াতাড়ি দুটো উইকেট হারিয়ে ফেলে। অভিষেক শর্মা শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব ৮ রান করে আউট হয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে। ব্যাট করছেন সঞ্জু স্যামশন ও ফিনিশার রিঙ্কু সিং। এখন দেখার বিষয় ভারতীয় দল কত তাড়াতাড়ি জয়ের লক্ষ্যে পৌঁছতে পারে।

Advertisement

Advertisement