• facebook
  • twitter
Monday, 29 December, 2025

কলকাতা-সহ রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

বছর শেষে হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু বাংলা। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার নেমেছ। সেই সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। রাজ্য জুড়ে রয়েছে কুয়াশার চাদর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম।

রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নীচে। গত কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নেমেছিল। শনিবার মরসুমের শীতলতম দিনে শহরের তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু দিন পর থেকে পারদ আবার কিছুটা চড়বে।

Advertisement

কলকাতায় সোমবার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র।

Advertisement

এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে সোমবার এবং মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে। কোচবিহারের কিছু কিছু জায়গায় বিকেলের দিকে কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাচ্ছে।

Advertisement