মীনাক্ষী ভট্টাচার্য, দিল্লি, ২৭ ডিসেম্বর– ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রকের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত মোট ৮১টি দেশ থেকে ২৪,৬০০-রও বেশি ভারতীয়কে নির্বাসিত করা হয়েছে। বহু মানুষের ধারণা ভেঙে দিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব, আমেরিকা নয়।
বিদেশমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, নির্বাসিত ভারতীয়দের একটি বড় অংশই দক্ষ শ্রমিক নয়। মূলত নির্মাণ শিল্প, গৃহকর্ম, পরিচর্যা বা এই ধরনের কাজে যুক্ত এই কর্মীরা অনেক সময় স্থানীয় আইন ও ভিসা সংক্রান্ত নিয়ম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় সমস্যায় পড়েন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, কাজের অনুমতি না থাকা বা শ্রম আইন লঙ্ঘনই নির্বাসনের প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব এবং দালালচক্রের প্রতারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
Advertisement
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরব থেকে ১১ হাজারেরও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। সেখানে আমেরিকা থেকে নির্বাসিত হয়েছেন প্রায় ৩,৮০০ জন ভারতীয়। বিদেশ মন্ত্রকের দাবি, এই সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। আমেরিকার ক্ষেত্রে ওয়াশিংটন ডিসি ও হিউস্টন থেকেই সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। ভিসা নীতিতে কড়াকড়ি, নথি যাচাইয়ের কঠোরতা এবং কাজের অনুমতি সংক্রান্ত নিয়ম আরও কঠিন হওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement
সৌদি আরব ছাড়াও একাধিক এশীয় ও মধ্যপ্রাচ্যের দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিককে নির্বাসিত করা হয়েছে। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মায়ানমার— সেখান থেকে ১,৫৯১ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এরপর রয়েছে মালয়েশিয়া (১,৪৮৫ জন), সংযুক্ত আরব আমিরশাহি (১,৪৬৯ জন), বাহরিন (৭৬৪ জন), থাইল্যান্ড (৪৮১ জন) এবং কম্বোডিয়া (৩০৫ জন)। মায়ানমার থেকে ফেরত পাঠানো বহু ভারতীয় নাগরিকের ক্ষেত্রেই সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠে এসেছে। এর আগে রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, চলতি বছরে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ৩,২৫৮ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে।
এর মধ্যে প্রায় ৬২ শতাংশকে (২,০৩২ জন) নিয়মিত বাণিজ্যিক বিমানে পাঠানো হয়েছে, বাকি ১,২২৬ জনকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন পরিচালিত চার্টার ফ্লাইটে পাঠানো হয়েছে।
বিদেশমন্ত্রী জয়শঙ্কর আরও জানান, ২০২৪ সালে আমেরিকা থেকে নির্বাসিত ভারতীয়ের সংখ্যা ছিল ১,৩৬৮ জন, ২০২৩ সালে ছিল ৬১৭ জন। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত মোট ১৮ হাজার ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। পাশাপাশি মানব পাচারের অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এনআইএ এই বিষয়টি তদন্ত করেছে এবং পাঞ্জাব থেকে মানব পাচারের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলেও সংসদে জানানো হয়েছে।
Advertisement



