২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার ঊর্ধ্বমুখী হলেও একদিনে করোনার বলি ১২৪

রাজ্যে আংশিক লকডাউন চলছে। যদিও করােনা সংত্রমণ ঠেকানাে যাচ্ছে না। গত চৰ্বিশ ঘন্টায় নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের প্রায় সাড়ে উনিশ হাজার মানুষ।

Written by SNS Kolkata | May 10, 2021 6:02 pm

প্রতীকী ছবি (Photo: AFP)

রাজ্যে আংশিক লকডাউন চলছে। যদিও করােনা সংত্রমণ ঠেকানাে যাচ্ছে না। গত চৰ্বিশ ঘন্টায় নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের প্রায় সাড়ে উনিশ হাজার মানুষ। উর্ধ্বমুখী অবশ্য সুস্থতার হার।

একদিনে করােনাকে হারিয়ে জয়ী হয়েছেন রাজ্যের ১৮,৪৫৪ জন। একদিনে করােনার বলি ১২৪ জন। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে ১৯,৪৪১ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে চার হাজার জন উত্তর ২৪ পরগনার। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।

এখানে আক্রান্তের সংখ্যা ৩,৯৯৬ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১১২০ জন। চতুর্থ স্থানে রয়েছে হাওড়া। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। যদিও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনের মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই নিয়ে রাজ্যে করােনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২,৩২৭।