• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

হাদির কবরে পুষ্পস্তবক দিলেন খালেদা পুত্র তারেক রহমান

কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি

১৭ বছর পর বৃহস্পতিবার নিজের দেশে ফিরেছেন খালেদাপুত্র তারেক রহমান। দেশে ফিরেই প্রথম বক্তৃতায় সদ্যনিহত শরিফ ওসমান হাদির স্বপ্নপূরণের কথা বলেন। আর আজ, শনিবার হাদির কবরে শ্রদ্ধা জানাতে গেলেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশে  জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট রয়েছে। বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক লড়বেন বগুড়া-৬ আসন থেকে। তাঁর মা তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। তারেক লন্ডনে থাকাকালীনই গত ৩ নভেম্বর বিএনপি তাঁর নাম ঘোষণা করেছিল।

Advertisement

তবে গত ১৭ বছর ধরে ব্রিটেন প্রবাসী খালেদা-পুত্রের নাম এখনও পর্যন্ত ভোটার তালিকায় ওঠেনি। তাই নির্বাচনী বিধি মেনে জাতীয় সংসদের ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য ভোটার তালিকায় নাম তুলতে আবেদন জানাতে হচ্ছে তাঁকে। ভোটার হিসাবে নাম তোলা ও জাতীয় পরিচয়পত্রের জন্য  নির্বাচন কমিশনের সদর দপ্তরে যান তারেক। সে কারণে ঢাকার আগারগাঁও এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement