• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

আজ প্রতিপক্ষ সেতু দলের বিরুদ্ধে জেতার লক্ষ্যে লাল-হলুদ মেয়েরা

ইস্টবেঙ্গলের কোচ স্পষ্ট জানিয়েছেন, দলের প্রত্যেক ফুটবলার টানা তিনবছর প্রায় একসঙ্গে রয়েছেন। তাঁরা একটা পরিবার হয়ে গেছেন। সবার মধ্যে সমন্বয় দারুণ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কল্যাণী স্টেডিয়ামে আইডব্লুএলে বুধবার খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ সেতু এফসি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ তামিলনাড়ুর এই দলটি ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী। অন্যদিকে ইস্টবেঙ্গল সাফ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে।

স্বাভাবিকভাবেই তারা উজ্জীবিত ফুটবল খেলার জন্য প্রস্তুত রয়েছে। দলের ফুটবলার সুলঞ্জনা রাউল, জ্যোতি চৌহান ও ফাজিলারা ক্লান্তি অনুভব করলেও কোনওভাবেই প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না। তাই ম্যাচটা টানটান পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হবে বলে মনে করা হচ্ছে। তবে কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ মনে করেন, এটা ঠিক আর দুই-তিনদিন যদি সময় পাওয়া যেত, তাহলে ফুটবলাররাও অনেক বেশি চনমনে থাকতেন।

Advertisement

ইস্টবেঙ্গলে তিনজন বিদেশি ফুটবলার রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রথম একাদশে থাকবেন, তা নতুন করে বলার নেই। বিশেষ করে সবার নজর থাকবে উগান্ডার স্ট্রাইকার ফাজিলার উপরে। সাফ কাপ ফুটবলে তিনি সেরা খেলোয়াড় যেমন হয়েছেন, তেমনই গোল্ডেন বুট সম্মানে সম্মানিত হয়েছেন। তারপরে দলের কম্বিনেশনে ফাজিলা একটা বড় ভূমিকা নিয়ে থাকেন। মাঝমাঠ থেকে বল পেলে একক কৃতিত্বে প্রতিপক্ষের গোলবক্সের মধ্যে চাপ সৃষ্টি করে থাকেন। আর সেই সময় পিছন থেকে উঠে আসা লাল-হলুদের ফুটবলাররা আরও বেশি কঠিন পরিস্থিতি তৈরি করেন। সেই জায়গহা থেকে ইস্টবেঙ্গলের গোল পাওয়াটা খুব একটা সমস্যা হয় না।

Advertisement

তবে ইস্টবেঙ্গলের কোচ স্পষ্ট জানিয়েছেন, দলের প্রত্যেক ফুটবলার টানা তিনবছর প্রায় একসঙ্গে রয়েছেন। তাঁরা একটা পরিবার হয়ে গেছেন। সবার মধ্যে সমন্বয় দারুণ। ফুটবল মাঠে যখন তাঁরা খেলতে নামেন, তখন তাঁদের পাখির চোখ থাকে কীভাবে দলকে জেতাতে হবে। এটা ঠিক, প্রথম ম্যাচটা কঠিন হয়ে থাকে। তাই লড়াইটা কোনও সময়ের জন্যই সহজভাবে নেওয়া চলবে না। প্রতিপক্ষ দল চেষ্টা করবে কঠিন প্রতিরোধ গড়ে তোলার। সেই প্রতিরোধকে চূর্ণ করে আমাদের গোল করতেই হবে।

Advertisement