এবার শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর। বড়দিনের আগেই আরও কিছুটা পারদ নামবে রাজ্যে। গত শনিবার থেকেই রাজ্যের প্রায় সব জেলাতেই কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা বেড়েছে। গত রবিবার ছিল এই মরশুমের শীতলতম দিন। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
সোমবারেও তাপমাত্রা স্বাভাবিকের নীচেই ছিল। এই আবহে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, আগামী দু-তিনদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফে রাজ্যের প্রায় সর্বত্র ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে বলে জানা গিয়েছে।
Advertisement
হাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার পরিমাণ কমে আসলে তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে। তবে বড়দিনের পর থেকে তাপমাত্রা আবার নামবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। বড়দিনের পর থেকে বর্ষবরণের দিন পর্যন্ত রাজ্য ভালোই শীত অনুভব করবে বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
Advertisement
Advertisement



