ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। যদিও, আগামী জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে দেখা যাবে তাঁকে। সেই সিরিজের প্রস্তুতি হিসেবে এবার ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার সিদ্ধান্ত নিলেন ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক গিল। পাঞ্জাবের হয়ে বিজয় হাজারেতে মাঠে নামবেন তিনি।
তবে শুভমন একা নন, জাতীয় দলে তাঁর দুই সতীর্থ অভিষেক শর্মা ও অর্শদীপ সিংকেও বিজয় হাজারেতে পাঞ্জাবের হয়ে মাঠে নামতে দেখা যাবে। এই তিন ক্রিকেটারকে রেখেই সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাঞ্জাব। আগামী ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারের প্রথম ম্যাচ খেলবে তারা। জানা গিয়েছে, সব ম্যাচ না হলেও শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলবেন শুভমনরা।
Advertisement
আসলে, গ্রুপপর্বে পাঞ্জাবের শেষ ম্যাচ আগামী ৮ জানুয়ারি। এর তিনদিন পর থেকেই শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের একদিনের সিরিজ। মূলত, নিউজিল্যান্ড সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস পাওয়ার জন্যই ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই তিন তারকা। এদিকে, দল ঘোষণা করলেও এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি পাঞ্জাব।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, কিছুদিন আগেই বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। এমনকি, দিল্লির হয়ে মাঠে নামতে দেখা যাবে ঋষভ পন্থকেও। আর এবার তাঁদের দেখানো পথেই হাঁটলেন শুভমন গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিংরা। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন ইশান কিষাণ। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ড দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হল ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এদিনই অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে রাজ্য ক্রিকেট সংস্থা।
Advertisement



