গতকাল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছিলেন ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন গিল। যদিও একটা সময়ে মনে করা হচ্ছিল, ঘাড়ের ব্যাথার জন্য হয়তো গুয়াহাটি নাও যেতে পারেন শুভমন। তবে, গতকাল সবাইকে কিছুটা অবাক করে দিয়েই দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে এবার শুভমনের মাঠে নামার সম্ভবনা নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। জানালেন, বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি শুভমন। আজ তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার তিনি খেলবেন কি না। তিনি একান্তই না পারলে দ্বিতীয় টেস্টে হয়তো অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, বুধবার দুপুরে দলের সঙ্গে গুয়াহাটি পৌঁছেছেন শুভমন। তবে জানা গিয়েছে, দলের বাকি সদস্যরা টিম বাসে করে হোটেলে পৌঁছালেও আলাদা গাড়িতে সেখানে গিয়েছেন অধিনায়ক। সেই গাড়িতে তাঁর সঙ্গে ভারতীয় দলের ফিজিয়ো ছিলেন। এদিন তাঁকে নেক কলার পরিয়ে রাখা হয়েছিল। এখনও তাঁর ঘাড় ঘোরাতে সমস্যা হচ্ছে বলেই জানা গিয়েছে।
Advertisement
চিকিৎসকদের মতে, জোর করে ম্যাচ খেলতে গেলে সেই সমস্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, চোটের জায়গায় যদি ফের আঘাত লেগে যায়, তাহলে হয়তো আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাঁকে। সেই ঝুঁকিটাই হয়তো কোনওভাবে নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।
Advertisement



