• facebook
  • twitter
Monday, 22 December, 2025

আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান

পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক হিসেবে সৌদি-পাক সম্পর্কের কৌশলগত ভিত আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুনির— এমনটাই মত সৌদি নেতৃত্বের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ভূয়সী প্রশংসা। সেজন্য সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আবদুল আজিজ পদক দিয়ে ভূষিত করা হলো তাঁকে। রবিবার রিয়াধে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ মুনিরের হাতে দেশের সর্বোচ্চ শ্রেণির এই পদক তুলে দিয়েছেন। সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক মজবুত করতে ‘অসামান্য অবদান’-এর স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সলমানের নির্দেশেই আসিম মুনিরকে এই পদক প্রদান করা হয়। প্রসঙ্গত, সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে পরিচিত কিং আবদুল আজিজ পদক। সর্বোচ্চ শ্রেণির এই পদক খুব কম বিদেশি ব্যক্তিত্বকেই দেওয়া হয়ে থাকে। পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক হিসেবে সৌদি-পাক সম্পর্কের কৌশলগত ভিত আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুনির— এমনটাই মত সৌদি নেতৃত্বের।

Advertisement

পদক প্রদান পর্বের পর যুবরাজ খালিদ ও আসিম মুনিরের মধ্যে পৃথক বৈঠকও হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Advertisement

সাম্প্রতিক সময়ে সৌদি সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বার্তা দিয়েছে। সেই আবহেই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এই বিরল সম্মানে ভূষিত করল সৌদি আরব। আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান-সৌদি সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে এই সম্মানকে।

উল্লেখ্য, কিং আবদুল আজিজ পদক মোট পাঁচটি শ্রেণিতে দেওয়া হয়। সেগুলি হল– সর্বোচ্চ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এর মধ্যে সর্বোচ্চ শ্রেণির পদকই সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে বিবেচিত। চলতি বছরেই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারস্পরিক সেই চুক্তি অনুযায়ী, দুই রাষ্ট্রের কোনও একটির উপর আগ্রাসন হলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

Advertisement