বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। এ নিয়ে বিবৃতি জারি করেছে তারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। সেই সঙ্গে বাংলাদেশকে সংযত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভোটের কথা মাথায় রেখে সংযম থাকতে বলেছে রাষ্ট্রসঙ্ঘ।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস শুক্রবার রাতে হাদি হত্যার বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত’ করতে হবে। তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কের সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন।
Advertisement
গুতেরেসের বার্তা, ‘নির্বাচনের উপযোগী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সমস্ত পক্ষকে হিংসা থেকে বিরত থাকতে হবে। উত্তেজনা কমাতে হবে এবং সংযত হতে হবে।’ রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার ভলকার টার্কও জেনেভা থেকে বাংলাদেশ নিয়ে বিবৃতিতে জানিয়েছেন, হাদির মৃত্যুসংবাদে তিনি ‘অত্যন্ত বিব্রত’। এই কঠিন পরিস্থিতিতে সবাইকে সংযম দেখাতে বলেছেন তিনি।
Advertisement
Advertisement



