• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে লুজ শিট দেওয়া হবে না

পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবেন, তার একেবারে নীচে পরীক্ষক বা ইনভিজিলেটর সই করবেন

ফাইল চিত্র

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবেন সেখানে পরীক্ষক বা ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সঙ্গে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনও পাতা অর্থাৎ লুজ শিট দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবেন, তার একেবারে নীচে পরীক্ষক বা ইনভিজিলেটর সই করবেন।

প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘এ বছর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। যাকে বলা হয় ‘এন্ড অফ লাইন’। ইনভিজিলেটর-এর সই থাকা মানেই এরপর আর কোনও লেখা নেই। আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ।‘

Advertisement

Advertisement

Advertisement