পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এটিসের হাতে ধরা পড়লেন প্রাক্তন সেনাজওয়ান-সহ আরেক ব্যক্তিকে। বৃহস্পতিবার গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গ্রেপ্তার করেছে এক জন সেনাবাহিনীর প্রাক্তন সুবেদার একে সিংহকে। অপর জন হলেন রশ্মানি পাল। প্রাক্তন সেনাজওয়ান গোয়ার বাসিন্দা। আর দ্বিতীয় জন দমনের।
গত ৯ নভেম্বর গুজরাতের এটিএস দেশের সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা বানচাল করে দেয়। গ্রেপ্তার করে তিন সন্দেহভাজন আহমেদ মহিউদ্দিন সইদ, মহম্মদ সুহেল এবং আজাদকে। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বন্দুকের কার্তুজও উদ্ধার করা হয়। ২৩ জুলাই গুজরাতের এটিএস সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছিল।
Advertisement
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হন। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনাকে ইতিমধ্যে একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসাবে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। ওই তদন্তে উঠে এসেছে ফরিদাবাদ মডিউলের যোগসূত্র।
Advertisement
Advertisement



