• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৃহস্পতিতেই ভারতে আসছেন পুতিন, এস-৪০০-সহ সামরিক চুক্তির সম্ভাবনা

২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিন। ৪-৫ ডিসেম্বর দু’দিন ভারতে থাকবেন তিনি

প্রতিনিধিত্বমূলক চিত্র

বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এবং অপারেশন সিঁদুরের পর প্রথমবার ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। ২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিন। ৪-৫ ডিসেম্বর দু’দিন ভারতে থাকবেন তিনি। দুই দেশের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সুদর্শন চক্র বা এস-৪০০ নিয়ে নয়া চুক্তির সম্ভাবনা রয়েছে।

রাশিয়া ইতিমধ্যেই ভারতকে দু’তিনটি অতিরিক্ত এস-৪০০ রেজিমেন্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে। ভারতীয় বায়ুসেনার অস্ত্রভাণ্ডারের একটা বড় অংশ রাশিয়া নির্ভর হলেও গত দশকে তা অনেকটাই কমেছে। তার অন্যতম কারণ মোদীর আত্মনির্ভর ভারতে জোর। তবুও দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বিশ্বাস এবং প্রযুক্তিগত ভরসা রয়েছে।

Advertisement

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ভারতের মোট অস্ত্র আমদানির ৭৬ শতাংশই আসে রাশিয়া থেকে। ২০২৪ সালে তা নেমেছে ৩৬ শতাংশে। এর মধ্যেই ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা বেড়েছে। তা সত্ত্বেও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, টি-৯০ ট্যাঙ্ক, মিগ-২৯, কামোভ  হেলিকপ্টারের মতো প্রকল্পে রাশিয়া এখনও মুখ্য অংশীদার।

Advertisement

চলতি বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় এস-৪০০ কার্যক্ষমতা নিয়ে বায়ুসেনা সন্তোষ প্রকাশ করে। রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা রোস্তেক ইতিমধ্যেই নতুন এস-৪০০ চুক্তি নিয়ে দিল্লির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাব, মিসাইল ও সাপোর্ট সিস্টেমে ৫০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর। এতে ভারতীয় সংস্থা, বিশেষ করে ভারত ডায়নামিক্স লিমিটেড, স্থানীয়ভাবে ৪৮-এন৬ মিসাইল তৈরি করতে পারবে। ফলে খরচ কমবে, উৎপাদন দ্রুত হবে এবং ভারতীয় প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে।

পুতিন যে ভারতে আসতে পারেন সেকথা নভেম্বরেই জানা গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এদেশে আসছেন তিনি। এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করে। রাশিয়ার প্রশাসনিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমাত্রি পেসকভ জানিয়েছিলেন, ‘শীঘ্রই ভারত সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর ভারত সফরের দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই বিষয়ে আলোচনা চলছে।‘

নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্ক কারও অজানা নয়। গত অক্টোবর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জুলাই মাসেও ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান তিনি। এবার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছেন পুতিন। সেইসঙ্গে ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে রুশ প্রেসিডেন্টের।

Advertisement