• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে, বচসার জেরে বিজেপি কর্মীর মুখে ছোঁড়া হল গরম চা

ডায়মন্ড হারবারের সরিষার পর এবার মহেশতলায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে

প্রতীকী চিত্র

ডায়মন্ড হারবারের সরিষার পর এবার মহেশতলায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। সাংগঠনিক জেলার দলীয় সভার মধ্যেই বাধে তুমুল বচসা,হয় ধাক্কাধাক্কিও। এরপরই এক বিজেপি কর্মীর মুখে ছোঁড়া হয় গরম চা। এমনটাই অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিজেপি কর্মীদের মধ্যে।

শুক্রবার রাতে বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহেশতলার ৬ নম্বর মণ্ডলের একটি বৈঠক চলছিল মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে। অভিযোগ, সভার মধ্যেই প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বেশ কিছু বিজেপি কর্মীর তর্কবিতর্ক হয়। কিছু সময় পরে সেই তর্ক-বিতর্ক থেমেও যায়। তবে পার্টি অফিস থেকে বাইরে বেরিয়ে যান বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার।

Advertisement

এরপরে বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুঁড়ে দেন বিজেপির অপর এক প্রাক্তন জেলা সভাপতি। ওই বিজেপি কর্মীর অভিযোগ, চোখে এই গরম চা পড়ায় চোখে জ্বালা,ব্যাথা এমনকি চোখে দেখতে সমস্যাও হচ্ছিল তাঁর। এই বচসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আক্রান্ত বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপরেই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সঞ্জীব সেন নামের ওই বিজেপি কর্মী। ঘটনাটির তদন্তে নেমেছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement