• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের যুক্ত হচ্ছে ৬টি সরকারি ব্যাঙ্ক

নীতি আয়োগের একটি প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিল যে সরকার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো ছোট ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সম্প্রতি কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে যে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা আরও কমতে চলেছে। এই ব্যাপারে যদিও কোনো সরকারি বিবৃতি এখনও জারি করা হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছোট সরকারি খাতের ব্যাঙ্কগুলিকে জুড়ে দেওয়া হচ্ছে বৃহত্তর ব্যাঙ্কগুলির সঙ্গে। ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও কার্যকারি ও উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বোলে জানা গিয়েছে। কেন্দ্রের উদ্দেশ্য ব্যাঙ্কের সংখ্যা কমানো এবং বড় সরকারি ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী করে তোলা। এর ফলে ঋণদানের ব্যবস্থা এবং ব্যালেন্স শিট আরও উন্নত করা যাবে। সরকারি খাতের বৃহত্তর ব্যাঙ্কগুলির সঙ্গে আরও ছয়টি ছোটো সরকারি খাতের ব্যাঙ্ককে জুড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, এই ছয়টি পাবলিক সেক্টর ব্যাঙ্ককে জুড়ে দেওয়া হতে পারে এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি, ক্যানারা ব্যাঙ্ক, অথবা ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে।

Advertisement

নীতি আয়োগের একটি প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিল যে সরকার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো ছোট ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করবে। জাতীয় থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বাস করে যে সরকারের উচিত ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি),কানাড়া ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত কয়েকটি বড় মাপের পাবলিক সেক্টর ব্যাঙ্ককে কর্মসচল রাখা উচিত। অন্যান্য ছোটো পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির ক্ষেত্রে হয় বেসরকারীকরণ বা সংযুক্তিকরণের বিকল্পপথ বেছে নেওয়া হতে পারে।

Advertisement

Advertisement