রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলার শুনানি বর্তমানে চলছে পুণের এমপি–এমএলএ আদালতে। এই মামলা করেছিলেন বিনায়ক ধর্মঅধর্ম সাভারকরের পৌত্র সত্যকি সাভারকর। তাঁর অভিযোগ, ২০২৩ সালের ৫ মার্চ লন্ডন সফরের সময় রাহুল ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেছিলেন।
Advertisement
Advertisement
যে মন্তব্যকে কেন্দ্র করে সত্যকি সাভারকর অভিযোগ তুলেছিলেন, সেটি আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। নির্দেশ মেনে শুনানির দিন সেই বক্তব্যের সিডি সঙ্গে নিয়ে আসেন মামলাকারীর আইনজীবী। কিন্তু সেখানেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। মূল প্রমাণ হিসেবে জমা দেওয়া সিডিটি খুলে দেখা যায় তা সম্পূর্ণ ফাঁকা। কোনও অডিও বা ভিডিওই নেই তাতে। ফলে বিব্রত অবস্থায় পড়েন অভিযোগকারী পক্ষের আইনজীবী।
প্রমাণ হাজির করতে না পারায় শেষ পর্যন্ত মামলাকারী পক্ষের আইনজীবী শুনানি স্থগিত রাখার আবেদন জানান। তিনি আদালতকে জানান, পরবর্তী তারিখে নতুন সিডি জমা দেবেন। তাঁর এই অনুরোধ গ্রহণ করে বিচারক মামলার পরবর্তী শুনানি পিছিয়ে দেন।
Advertisement



