• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একদিনের সিরিজে লোকেশের নেতৃত্বে ভারতীয় দলে বিরাট-রোহিতরা

২০২২ থেকে ২০২৩ সালে তাঁরাই অধিনায়কত্বে ভারত বেশ কয়েকটা ম্যাচ খেলেছে। দলের অধিনায়কের দৌড়ে ঋষভ পন্থ ছিলেন।

লোকেশ রাহুল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদেনর সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার একদেনর সিরিজের জন্য দল ঘোষণা করা হয়। চোটের কারণে শুভমন গিলকে দলে রাখা হয়নি। তাই লোকেশ রাহুলের হাতে অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয়েছে। আর এবারে লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতীয় দলে খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এর আগেও একদিনের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ।

সেই অভিজ্ঞতার কারণে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২২ থেকে ২০২৩ সালে তাঁরাই অধিনায়কত্বে ভারত বেশ কয়েকটা ম্যাচ খেলেছে। দলের অধিনায়কের দৌড়ে ঋষভ পন্থ ছিলেন। কিন্তু গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে সেইভাবে পরিচালিত করতে ব্যর্থ হয়েছেন। তাই নতুন করে ঋষভ পন্থের কথা ভাবা হয়নি তবে বেশ কিছদিনি ধরে শোনা যাচ্ছিল, হয়তো রোহিত শর্মাকে আবার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হতে পারে। কিন্তু নির্বাচকরা সেই পথে পা বাড়ালেন না।

Advertisement

ভারতীয় দলে লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক) রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক) ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, ঋতুরাজ গইকোয়াড, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।

Advertisement

Advertisement