• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ লোকেশ রাহুল

রাতে আইপিএলের তরফে একটি ভিডিও ছাড়লে সেখানে দেখা যায় যে কেএল রাহুল, ফাফ ডু প্লেসিসদের ধরমশালার পাহাড়ি নদীর মনোরম সৌন্দর্য উপভোগ করতে।

লোকেশ রাহুল।

ভারত-পাক যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে শুক্রবার থেকে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে আইপিএল। তার আগে বৃহস্পতিবার ধরমশালায় আইপিএলের পাঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল করে দিতে হয় এই যুদ্ধের আবহে। এই পরিস্থিতিতে কীভাবে ফেরানো হবে তা নিয়ে চিন্তা বাড়ছিল, যদিও শ্রেয়স-রাহুলদের নির্বিঘ্নেই দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে। বিমানবন্দর বন্ধ থাকায় ক্রিকেটারদের ফেরানো হয় স্পেশাল বন্দে ভারত ট্রেনে। কেবল ক্রিকেটাররা নন, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকার-সহ বাকিদেরও দিল্লিতে ফেরানো হয়।

শুক্রবার রাতে আইপিএলের তরফে একটি ভিডিও ছাড়লে সেখানে দেখা যায় যে কেএল রাহুল, ফাফ ডু প্লেসিসদের ধরমশালার পাহাড়ি নদীর মনোরম সৌন্দর্য উপভোগ করতে। তাঁরা যেন এই বার্তাই দিতে চেয়েছেন যে তাঁদের ভারতীয় সেনার প্রতি অগাধ আস্থা আছে। আসলে দেশের সেনারা রয়েছেন বলেই তো তাঁরা সুরক্ষিতভাবে মনের আনন্দে সময় কাটাতে পেরেছেন। এর আগে আইপিএলের তরফে ভারতীয় রেলের প্রশংসা করে লেখা হয়, ‘এত দ্রুত স্পেশাল বন্দে ভারতের ব্যবস্থা করে প্লেয়ার, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকার-সহ বাকিদের নয়াদিল্লিতে ফেরানোর জন্য ধন্যবাদ।’ এরই পাশাপাশি দিল্লির ক্রিকেটার কুলদীপ যাদব বলেন, ‘যেভাবে গোটা বিষয়টির ব্যবস্থা করা হয়, তা খুব ভালো ছিল। আমি বিসিসিআই ও ভারতীয় রেলকে ধন্যবাদ জানাই।

Advertisement

এরই পাশাপাশি এটাও বলা উচিত যে ভারতীয় সৈন্যদের বীরত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জশ হ্যাজেলউডও। এই অজি পেসার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে হয়ে দুরন্ত পারফর্ম করছেন। এই নিয়ে হ্যাজেলউড বলেছেন, ‘একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে আমি সবসময় যেকোনও চ্যালেঞ্জের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করি। ভারতের জওয়ানদের উদ্দেশে আমি বলতে চাই, তোমরা মহান।

Advertisement

Advertisement