• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলার মহম্মদ শামি ও শাহবাজ আহমেদের দাপটে অসম কোণঠাসা

বাংলা এখন ৬৭ রানে এগিয়ে রয়েছেন। তাই বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা নিশ্চয়ই অঙ্ক কষে খেলার চেষ্টায় খেলোয়াড়দের পরামর্শ দেবেন।

রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা প্রথম দিন থেকেই দাপটের সঙ্গে খেলছে অসমের বিরুদ্ধে। বাংলার এখন লক্ষ্য কীভাবে ৭ পয়েন্ট ঘরে তোলা যায়। তার জন্য অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আহমেদ ও মহম্মদ শামিরা দুরন্ত ভূমিকা পালন করছেন। বল হাতে শামির সাফল্য আর শাহবাজ আহমেদের ব্যাটে ঝড়। তাই সব মিলিয়ে বলতে পারা যায়, চালকের আসনে রয়েছে বাংলা। এই মুহূর্তে অসমের প্রথম ইনিংসের রানকে পিছনে ফেলে বাংলা এগিয়ে চলেছে। কল্যাণীতে এই খেলায় প্রথম ইনিংসে অসমের ইনিংস শেষ হয়ে যায় ২০০ রানে। তার জবাবে বাংলা সোমবার দ্বিতীয় দিনে খেলতে নেমে দিনের শেষে ৪ উইকেটে ২৬৭ রান করেছে। অর্থাৎ বাংলা এগিয়ে রয়েছে ৬৭ রানে। এই পরিস্থিতিতে বলতে দ্বিধা নেই, বাংলার ঘরে ৩ পয়েন্ট নিশ্চিত। তবে, পুরো পয়েন্টের লক্ষ্যে বাংলা যে ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

প্রথম দিনের শেষে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নামে এদিন অসম দল। বাংলার তারকা বোলার মহম্মদ শামির সঙ্গে আগুন ঝড়াতে থাকেন ঈশান পোড়েল, সুরজসিন্ধু জয়সওয়াল ও মহম্মদ কাইফরা। এই মুহূর্তে স্পিন বিভাগে রাহুল প্রসাদ ও শাহবাজ আহমেদ দলের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। অসমের রিয়ান পরাগ ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। স্বাভাবিকভাবেই অসম দল কিছুটা দুর্বল হয়ে পড়েছে। যার ফলে ব্যাটসম্যান হিসেবে তাঁর না থাকাটা অসমের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এদিন শুরুতেই কিছুটা ধাক্কা সামলান অসমের ওপেনার প্রদ্যুৎ সাইকিয়া। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন স্বরূপম পুরকায়স্থ। প্রদ্যুতের ব্যাট থেকে ৩৮ ও স্বরূপমের ব্যাট থেকে আসে ৬৮ রান। কিন্তু সকালে শামি ও সুরজের বোলিংয়ের কাছে তাঁরা কেউ শক্ত হাতে লড়াই করতে পারেননি। অসমের ইনিংস শেষ হয়ে যায় ২০০ রানে। বাংলার শামি ও সুরজ ৩টি করে উইকেট পেয়েছেন।

Advertisement

বাংলা খেলতে নেমে খুব একটা খুব একটা সুবিধা করতে পারেনি। ২ রানের মাথায় আউট হয়ে যান সুদীপ ঘরামি। তারপরেই অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও শাকির গান্ধী উইকেটে জুটি বেঁধে কিছুটা সামাল দেন। শাকির ৫৮ রানে প্যাভিলিয়নে ফেরত যান। তারপরেই আউট হন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি করেন ৬৬ রান। বাংলাকে বড় রান উপহার দেওয়ার জন্য অনুষ্টুপ মজুমদার লক্ষ্যে পৌঁছতে পারেননি। তিনি খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরত যান। দিনের শেষে শাহবাজ আহমেদ ও সুমন্ত গুপ্ত ব্যাট করছেন। দু’জনেই দারুণ মেজাজে ব্যাট করে চলেছেন। শাহবাজ আহমেদ ৬৭ বলে ৬১ রান করেন। তার মধ্যে রয়েছে ছ’টি চার ও দু’টি ছক্কা। অন্যদিকে সুমন্ত অপরাজিত রয়েছেন ২৫ রান।

Advertisement

বাংলা এখন ৬৭ রানে এগিয়ে রয়েছেন। তাই বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা নিশ্চয়ই অঙ্ক কষে খেলার চেষ্টায় খেলোয়াড়দের পরামর্শ দেবেন। যদি দ্রুত গতিতে বাংলার স্কোরবোর্ডে বড় রান যোগ করা যায়, তাহলে অসম দলকে ফলোঅন দেওয়ার যেতে পারে। তাই বোনাস পয়েন্ট পাওয়ার লক্ষ্যে নিশ্চয়ই চেষ্টায় কোনও ত্রুটি থাকবে না। এখনও দু’দিন খেলা বাকি রয়েছে। তাই রেলওয়েজের বিরুদ্ধে যেমন ৭ পয়েন্ট বাংলা পেয়েছে, সেই ভাবে অসমের বিরুদ্ধে লড়াই করে ৭ পয়েন্ট ঘরে তুলতে বাংলার ক্রিকেটাররা সবরকম চেষ্টা করবে।

Advertisement