• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুনেতে ৬টি গাড়িকে ধাক্কা ট্রাকের, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৮

পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ হয়।

প্রতীকী চিত্র

পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় কয়েকটি গাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে, যাঁদের অধিকাংশই গাড়ির ভিতরে আটকে পুড়ে মারা গিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের বক্তব্য, কাটরাজ দেহু রোড বাইপাস হয়ে সাতারা থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। সম্ভবত ব্রেক ফেল করার কারণে, নাভালে ব্রিজের ঢালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিকেল সাড়ে ৫টা নাগাদ ট্রাকটি একাধিক গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। ডেপুটি কমিশনার অফ পুলিশ সম্ভাজি কদম বলেন, ‘জোরে ধাক্কা লাগার কারণেই একটি গাড়িতে আগুন লেগে যায়।’

Advertisement

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাভালে ব্রিজের এই অংশটি অত্যন্ত বিপজ্জনক। আগেও একাধিকবার একই স্থানে দুর্ঘটনা ঘটেছে। তাঁরা জানিয়েছেন, বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মুহূর্তে গাড়িগুলোতে আগুনে জ্বলে ওঠে। আগুনের তাপে কেউ কাছে যেতেও পারছিলেন না।’

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে দুটি কন্টেনার, একটি মিনিবাস এবং তিন থেকে চারটি প্রাইভেট গাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে। সংঘর্ষের পর যানবাহনগুলিতে আগুন ধরে যায়। এর জেরে মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ব্যস্ত সময়ে দুর্ঘটনার জেরে পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও দমকল বাহিনী সারারাত উদ্ধারকাজ চালায়। সকালে দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের নিকটাত্মীয়দের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘পুনের নতুন সেতুতে দুর্ঘটনায় কিছু লোকের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় নিহতদের উত্তরাধিকারীদের ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

Advertisement