অলিম্পিকে যোগ্যতার মাপকাঠিতে ভারত জায়গা করে নিল পাকিস্তান বাদের তালিকায় চলে গেল। আইসিসি’র যোগ্যতার মাপকাঠি তৈরি করে ফেলেছে। ১২৮ বছর বাদে আবার অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া পাকিস্তানের পক্ষ্যে সম্ভব হবে না। যোগ্যতামানের মাপ কাঠিতে পাকিস্তান ধারে কাছে নেই। ভারতের খেলার সম্ভাবনা উজ্জ্বল। সেখানে পাকিস্তানকে দেখার আশা বেশ ক্ষীণ।
২০২৮-সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ম্যাচ চলবে ১৭ দিন ধরে। ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানানো হয়েছিল, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬ দলের। অর্থাৎ ৬টি পুরুষ ও ৬টি মহিলা দল খেলবে। কিন্তু যোগ্যতা অর্জনের মাপকাঠি কী হবে? সেটাও ঠিক করে ফেলল আইসিসি।
প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ সুযোগ পাবে। এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া ও আফ্রিকার র্যা ঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলো খেলবে। এখনও পর্যন্ত র্যা ঙ্কিং অনুযায়ী ভারত (এশিয়া), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা), অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া) যোগ্যতা অর্জন করতে পারে। ইউরোপ থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেনও খেলার সুযোগ পাচ্ছে। আয়োজক দেশ হিসেবে আমেরিকা আছে। কিন্তু তাদের ক্রিকেটের উপর কিছু নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
Advertisement
আর একটি মাত্র জায়গায় যোগ্যতা অর্জন পর্ব খেলে আসতে হবে। সেখানে নিউজিল্যান্ডের মতো টিমও থাকবে। তবে অলিম্পিকের যোগ্যতা অর্জনের সময় যত এগিয়ে আসবে, তত অঙ্ক বদলে যেতে পারে। বিশেষ করে যদি বর্তমান র্যাঙ্কিং বদলে যায়। এই পরিস্থিতিতে যদি পাকিস্তানের কপাল খুলেও যায়, তাহলে কি ভারতের মুখোমুখি হতে হবে? মনে করা হচ্ছে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে ফেলা হবে না।
Advertisement
Advertisement



