• facebook
  • twitter
Thursday, 8 January, 2026

ইরানে ভারতীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর নির্দেশ বিদেশমন্ত্রকের

যাঁরা ইতিমধ্যেই ইরানে অবস্থান করছেন, তাঁদেরকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে নিকটস্থ ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি: এএনআই

ইরান সম্পর্কে ভারতীয় নাগরিকদের বড় সতর্কবার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক। সোমবার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হচ্ছে’।

বিদেশ মন্ত্রকের সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে ইরানের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল। এর ফলে যে কোনও ভ্রমণকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষত পর্যটন, ব্যবসা বা অন্যান্য গুরুত্বহীন ভ্রমণ এড়ানোই দেশের নাগরিকদের জন্য নিরাপদ।

Advertisement

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই ইরানে অবস্থান করছেন, তাঁদেরকে সতর্ক থাকতে হবে। স্থানীয় পরিস্থিতি মনিটর করতে হবে। প্রয়োজনে নিকটস্থ ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ভারতের পররাষ্ট্র দপ্তরের এই নির্দেশ দেশের নাগরিকদের নিরাপত্তা এবং বিদেশে অবস্থানকালে ঝুঁকি কমানোর লক্ষ্যেই জারি করা হয়েছে।

Advertisement