রঞ্জি ট্রফি ক্রিকেটে প্রথম দুটি ম্যাচে বাংলা সরাসরি জয় পেলেও, তৃতীয় ম্যাচে ত্রিপুরার কাছে ধাক্কা খেতে হয়। মাত্র ১ পয়েন্ট নিয়েই বাংলাকে সন্তুষ্ট থাকতে হয়। চতুর্থ ম্যাচে বাংলা মুখোমুখি হয় রেলওয়েজের বিরুদ্ধে। শনিবার প্রথম দিনে বাংলা ৫ উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে। তবে এই ম্যাচে বাংলার হয়ে খেলছেন না মহম্মদ শামি। শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। খেলার শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নিয়ে বাংলার ক্রিকেটাররা রেলওয়েজের বিরুদ্ধে খেলতে থাকেন। বিশেষ করে অনুষ্টুপ মজুমদার যেভাবে একের পর এক রান তুলে বাংলার স্কোরবোর্ডকে উজ্জ্বল করেছেন তা প্রশংসার যোগ্য। দিনের শেষে তিনি ১০৩ রানে অপরাজিত রয়েছেন। অনুষ্টুপের সঙ্গে উইকেটে রয়েছেন সুমন্ত গুপ্ত। সুমন্ত ৩৯ রানে নট আউট রয়েছেন। তাঁর আগে শাহবাজ আহমেদ দারুন ব্যাট করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৮৬ রান। অল্পের জন্য শতরান থেকে তিনি বঞ্চিত হন। বাংলা দ্বিতীয় দিনের শুরু থেকেই বড় রানের অঙ্ক করার জন্য চেষ্টা করবে।
বাংলা যেভাবে খেলা শুরু করেছিল তাতে আশা করা গিয়েছিল ভালো জায়গায় পৌঁছে যাবে। কিন্তু সেই ভাবনা দানা বাঁধেনি। বাংলার অধিনায়ক সুদীপ ঘরামী টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। রেলওয়েজের বিরুদ্ধে অভিষেক হয় বাংলার ওপেনার আদিত্য পুরোহিতের। আদিত্য মাত্র ৬ রান করে আউট হয়ে যান। অধিনায়ক সুদীপের ব্যাটে থেকেও কোনও রান আসেনি। সুরজ সিন্ধুর ব্যাট থেকে এসেছে মাত্রা ৫ রান।
একটা সময় বাংলা ২৬.৩ ওভারে ৩ উইকেটে মাত্র ২৭ রান স্কোরবোর্ডে শোভা পায়। মন্থর ব্যাটিং আধুনিক ক্রিকেটে দীর্ঘদিন বাদে দেখতে পাওয়া গেল। শাকির গান্ধী ৯০ বলে ২৮ রান করে প্যাভেলিয়নে ফেরত যান। পরিশেষে অনুষ্টুপ ও শাহবাজ জুটি শক্ত হাতে ব্যাট করতে থাকে। এখনও পর্যন্ত তাঁদের জুটিতে ১৩৪ রান আসে। রেলওয়েজের হয়ে কুণাল যাদব তিনটি উইকেট পেয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



