হরিয়ানায় এক পুলিশ অফিসার তাঁর বাড়ির বাইরে ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হন। অভিযোগ উঠেছে যে ওই পুলিশ অফিসারকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। গুরুতরভাবে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় ওই অফিসারের। এই ঘটনার পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ অফিসারের নাম রমেশ কুমার এবং তিনি ধনি শ্যামলাল এলাকার বাসিন্দা। পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানান বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ রমেশের বাড়ির সামনে এক যুবকের দল হইচই করছিলেন। রমেশ তখন বাইরে বেরিয়ে ওই যুবকদের শান্ত করতে চেষ্টা করেন। তাঁরা তখন উলটে রমেশকে আক্রমণ করেন। তাঁরা রমেশকে ঘেরাও করেন এবং শুরু হয় কথা কাটাকাটি। তারই মধ্যে আচমকা রমেশকে মারধর করতে শুরু করেন তাঁরা। মাথায় গুরুতর আঘাত পান রমেশ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান আক্রমণকারী যুবকের দল।
Advertisement
রমেশের পরিবারের সদস্যরা এবং স্থানীয়েরা মিলে রমেশকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রমেশের। এই ঘটনায় পুলিশ মোট ১০ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। পাঁচ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। অভিযুক্তরা সকলেই একই পাড়ার বাসিন্দা। পুলিশ অভিযুক্তদের একটি স্কুটার এবং একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে।
Advertisement
Advertisement



