• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহার নির্বাচনের প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোটদান ৬০.১৩ শতাংশ

নির্বাচন বিশ্লেষকদের মতে, বিকেল ৫টা পর্যন্ত ৬০.১৩ শতাংশ ভোটদানের হার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, প্রথম দফার মোট ভোটের হার আরও বাড়তে পারে।

ছবি: এএনআই

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে জনসাধারণের বিপুল সাড়া অব্যাহত। নির্বাচন কমিশনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৬০.১৩ শতাংশ। সকাল থেকেই বিভিন্ন জেলায় ভোটারদের উৎসাহ চোখে পড়েছে। দুপুর গড়ানোর সঙ্গেই সেই ভিড় আরও বেড়েছে।

১৮টি জেলার ১২১টি কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রথম থেকেই ছিল কার্যত উৎসবের মেজাজে। পুরুষ, মহিলা, প্রবীণ মিলিয়ে সকলের উপস্থিতিই নজর কেড়েছে। বহু বুথে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। প্রথমবার ভোট দিতে আসা যুব ভোটাররাও সক্রিয় ভূমিকা নিয়েছেন।

Advertisement

কমিশন জানিয়েছে, অধিকাংশ বুথেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ। কোথাও কোথাও ইভিএমে সামান্য গোলযোগ দেখা দিলেও দ্রুত তা ঠিক করে ভোটগ্রহণ স্বাভাবিক করা হয়েছে। নিরাপত্তার জন্য রাজ্যজুড়ে আধাসামরিক বাহিনী, স্থানীয় পুলিশ এবং অতিরিক্ত নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

Advertisement

নির্বাচন বিশ্লেষকদের মতে, বিকেল ৫টা পর্যন্ত ৬০.১৩ শতাংশ ভোটদানের হার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, প্রথম দফার মোট ভোটের হার আরও বাড়তে পারে। রাজনৈতিক দলগুলি এই সংখ্যার দিকে নিবিড়ভাবে নজর রেখেছে।

Advertisement