• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কর্ণাটকে টিপু সুলতানের প্রাসাদে গ্যাংস্টার লরেন্সের নাম

সূত্রের খবর, ওই ঐতিহ্যবাহী স্থানে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী থাকলেও, বর্তমানে কোনও ক্যামেরাই কাজ করছে না।

টিপু সুলতানের প্রাসাদে খোদাই করে লেখা হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। চাঞ্চল্যকর এই ঘটনাটি কর্ণাটকের চিক্কাবল্লাপুর তালুকের নন্দীগিরিধামের। ওই প্রাসাদ ভাঙচুরও করা হয়। ঘটনাটি কয়েকদিন আগের। বেশ কিছুদিন কেউ বিষয়টি খেয়াল করেননি। পরে কয়েকজন পর্যটক দেওয়ালের ছবি তুলে প্রশাসনকে জানানোর পর বিষয়টি সামনে আসে। এই ঘটনায় শতাব্দীপ্রাচীন স্মৃতিস্তম্ভের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, ওই ঐতিহ্যবাহী স্থানে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষী থাকলেও, বর্তমানে কোনও ক্যামেরাই কাজ করছে না। এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন পর্যটকেরা। টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদের নিরাপত্তার দায়িত্ব পর্যটন বিভাগ এলাকাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)-এর হাতে। তাঁদের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পরিদর্শনের তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement