• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে বিমানকর্মীকে ধর্ষণ বিমানচালকের, চলছে তদন্ত

‘হায়দরাবাদে ফেরার  পরে ওই বিমানকর্মী থানায় ধর্ষণের ঘটনার কথা জানান। এখানে আমরা একটি এফআইআর করি এবং বেঙ্গালুরুর হালাসুরু থানায় সেটি স্থানান্তর করা হয়েছে। তারা ঘটনাটির তদন্ত করছে।‘

প্রতিনিধিত্বমূলক চিত্র

একটি চার্টার্ড বিমানের চালকের বিরুদ্ধে উঠল এক বিমানকর্মীকে ধর্ষণের অভিযোগ। উড়ানশেষে বেঙ্গালুরুর একটি হোটেলে উঠেছিলেন বিমানচালক এবং বিমানকর্মীরা। সেখানেই এক বিমানকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই পাইলটের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর। সেদিন একটি চার্টার্ড বিমান হায়দরাবাদের  বেগমপেট থেকে অন্ধ্রপ্রদেশের পুত্তপারথি হয়ে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায়। সেটিতে পাইলট ছাড়াও ছিলেন আরও দু’জন বিমানকর্মী। তাঁদের পরের দিন ফেরার কথা ছিল। বিশ্রাম নেওয়ার জন্য পাইলট এবং দুই বিমানকর্মী উঠেছিলেন বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে।

Advertisement

অভিযোগকারী বিমানকর্মী দাবি করেছেন,সেই দিন সন্ধ্যায় তাঁরা তিনজনই হোটেলের বাইরে বেরিয়েছিলেন।  হোটেলে ফেরার পর অভিযুক্ত পাইলট ধূমপান করতে বাইরে যেতে চান এবং ওই বিমানকর্মীকেও তাঁর সঙ্গে যেতে বলেন। কিন্তু বাইরে না গিয়ে ৬০ বছর বয়সি পাইলট ওই বিমানকর্মীকে নিয়ে নিজের ঘরের দিকে যান। অভিযোগ উঠেছে তিনি  ওই বিমানকর্মীকে জোর করে নিজের ঘরে নিয়ে যান এবং তাঁকে ধর্ষণ করেন।

Advertisement

হায়দরাবাদের বেগমপেট থানার এক আধিকারিক একটি সংবাদসংস্থাকে জানায়, ‘হায়দরাবাদে ফেরার  পরে ওই বিমানকর্মী থানায় ধর্ষণের ঘটনার কথা জানান। এখানে আমরা একটি এফআইআর করি এবং বেঙ্গালুরুর হালাসুরু থানায় সেটি স্থানান্তর করা হয়েছে। তারা ঘটনাটির তদন্ত করছে।‘

Advertisement