হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত হয়নি। শেষ মুহূর্তে বৈঠক স্থগিত রাখা হয়। কে আগে বৈঠক পিছোনোর প্রস্তাব দিয়েছিলেন, তা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে।
রবিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, পুতিনের সঙ্গে দেখা করে তিনি আর সময় নষ্ট করতে চান না। এই মন্তব্যের পরই ক্রেমলিন জানায়, বৈঠক পিছোনোর প্রস্তাব আসলে ট্রাম্পের দিক থেকেই এসেছিল। রাশিয়ার দাবি, দুই দেশের পক্ষ থেকেই সিদ্ধান্ত হয়েছে, এখনই বৈঠক করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আরও কিছু প্রস্তুতি প্রয়োজন। তাই বৈঠক বাতিল নয়, বরং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
Advertisement
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘শুধু বৈঠক করার জন্য বৈঠক করা যায় না। প্রেসিডেন্টরা সময় নষ্ট করতে পারেন না। তাই তাঁরা তাঁদের বিদেশমন্ত্রী, সের্গেই লাভরভ এবং মার্কো রুবিওকে পরবর্তী প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।’ রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। ইতিমধ্যে তিনি ইউক্রেন ও রাশিয়া, দুই দেশের সঙ্গেই আলাদা বৈঠক করেছেন। কিন্তু কোনও সমাধানসূত্র এখনও বেরোয়নি। এই প্রেক্ষিতেই বুদাপেস্টে ট্রাম্প–পুতিন বৈঠকের আয়োজন করা হয়েছিল।
Advertisement
গত মঙ্গলবার মার্কিন বিদেশসচিব রুবিও এবং রুশ বিদেশমন্ত্রী লাভরভের ফোনালাপের পর ওয়াশিংটন জানায়, বৈঠক সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এরপর রাশিয়ার পক্ষ থেকেও জানানো হয়, বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে এশিয়া সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি আর সময় নষ্ট করতে চাই না। আগে দেখতে হবে কোনও চুক্তি হচ্ছে কি না। পুতিনের সঙ্গে আমার সম্পর্ক ভালো, কিন্তু পরিস্থিতি হতাশাজনক।’
Advertisement



