• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মোবাইল ফোন ব্যবহার করে বাড়িতে কথা বলায় বেধড়ক মার নাবালক পড়ুয়াকে, ভাইরাল ভিডিও

কর্ণাটকের চিত্রদুর্গা জেলার নায়কানাহাট্টিতে শ্রীগুরু থিপ্পেরুদ্রস্বামীর আবাসিক বেদ স্কুলে ১০ বছরের এক পড়ুয়াকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একজন শিক্ষকের বিরুদ্ধে

কর্ণাটকের চিত্রদুর্গা জেলার নায়কানাহাট্টিতে শ্রীগুরু থিপ্পেরুদ্রস্বামীর আবাসিক বেদ স্কুলে ১০ বছরের এক পড়ুয়াকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে একজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের ওই আবাসিক স্কুলের মারধরের ঘটনা সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।  

সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, চিহ্নিত শিক্ষক বীরেশ হিরেমাথ ওই নাবালক পড়ুয়াকে বেধড়ক মারধর করছেন। তাকে টেনে হিঁচড়ে মারধর করা ছাড়াও লাথি ও থাপ্পড় মারতে থাকেন। জানা গিয়েছে, মারধরের কারণ হল,  সে অন্য একজনের মোবাইল ফোন ব্যবহার করে তার দাদীকে ফোন করেছিল। নির্যাতিত পড়ুয়া হাত জোড় করে বারবার দয়া প্রার্থনা করলেও তাতে কর্ণপাত না করে তার উপর অত্যাচার চালানোর ঘটনা ভিডিওতে দেখা গিয়েছে। 
 
এই ঘটনা ঘটেছিল ৮ মাস আগে। কিন্তু সম্প্রতি ছবি ভাইরাল হওয়ায় তা প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে খবর, ওই ঘটনার পর মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল ওই নাবালক। এই ঘটনার পর ওই আবাসিক ছাত্রটি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে স্কুল ছেড়ে চলে যায়। 
 
চিত্রদুর্গের এসপি রণজিত কুমার জানিয়েছেন, ‘ভিডিও ভাইরাল হওয়ার পর একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ সামনে আসার পর কিছুদিনের জন্য উধাও হয়ে যান ওই শিক্ষক। পরে তাঁকে কালাবুরগি জেলা থেকে গ্রেপ্তার করে নায়কানাহাট্টি পুলিশ। তদন্তের পরে আরও এই বিষয়ে আরও বিশদ তথ্য জানানো হবে।’

Advertisement

Advertisement