• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্ত্রীয়ের সঙ্গে বাবার সম্পর্ক জানত মা-বোনও, পঞ্জাবের প্রাক্তন মন্ত্রীর পুত্র মৃত্যুতে রহস্য

মোড় ঘুরে যায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই।

পুত্রবধূর সঙ্গে সম্পর্ক শ্বশুরের, জানতে পেরেই কি খুন হতে হল আকিলকে? পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী রাজিয়া সুলতানার পুত্র আকিলের মৃত্যু তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে পুলিশের। পুত্র খুনের অভিযোগ উঠছে খোদ বাবা মায়ের উপরেই। প্রাক্তন মন্ত্রী রাজিয়া এবং রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি মোহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে পুত্র ভিখুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার মন্ত্রীপুত্র আকিলের অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয় তাঁর পঞ্চকুল্লার বাড়ি থেকে। তাঁকে পরিবারের লোকেরাই হাসপাতালে নিয়ে যান, তাঁদের দাবি ছিল, মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে ফেলে মৃত্যু হয়েছে আকিলের। নানারকম শারীরিক সমস্যাও ছিল আকিলের। এসব বলেই আকিলের মৃত্যুকে খুব স্বাভাবিক বলেই চালিয়ে দিচ্ছিল পরিবার। 

Advertisement

কিন্তু মোড় ঘুরে যায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই। সেই ভিডিওর সত্যতা যাচাই করে তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। মামলা রুজু করা হয় আকিলের মা- বাবার বিরুদ্ধে। তদন্তে নেমে আকিলের এক বন্ধুর সমাজমাধ্যম নজরে আসে পুলিশের। আকিলের এক প্রতিবেশী সেখানে আকিলের বাবার সঙ্গে তাঁর স্ত্রীয়ের বিবাহ-বহির্ভুত সম্পর্কের অভিযোগ তোলেন। এছাড়াও কিছু ভিডিও পুলিশের কাছে আসে।

Advertisement

যেখানে আকিল তাঁর বাবা এবং পুরো পরিবারের বিরুদ্ধেই অভিযোগ তোলেন। সেই ভিডিওতে আকিল দাবি করেন, স্ত্রীয়ের সঙ্গে বাবার সম্পর্ক রয়েছে জানার পর থেকেই বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। মিথ্যে মামলায় পরিবার ফাঁসাতে পারে এই ভয়ও পেতে শুরু করেছিল আকিল। তাঁর মা , বোনও এই সম্পর্কটিকে সমর্থন করতেন বলে অভিযোগ করেন আকিল। বিয়ে তাঁকে নামেই দেওয়া হয়েছিল এই উপলব্ধি থেকে আকিল বলেন , ‘স্ত্রী আমাকে নয় বাবাকে বিয়ে করেছিল’ । আকিলের অভিযোগ এই বিষয় নিয়ে কথা বললেই তাঁকে রিয়াযাবে পাঠানো উচিত বলে দেগে দিত বাড়ির লোক। পুলিশ জানিয়েছে প্রথমে আকিলের মৃত্যুকে স্বাভাবিক মনে হলেও, বেশ কিছু ভিডিও দেখে ঘটনার মোড় ঘুরে যায়। সেই ভিত্তিতেই অভিযোগ দায়ের করে তদন্ত করা হচ্ছে। 

Advertisement