নদীতে কাপড় ধুতে গিয়ে তলিয়ে গেলেন ধোপা। জলপাইগুড়ি জেলার রায়কত পাড়া এলাকার ঘটনা। তাঁর নাম কৃষ্ণ রজক। কৃষ্ণর খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ধোপার কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনও নদীতে তল্লাশি চলছে। কৃষ্ণ রজকের পরিবারে বাবা ছাড়াও রয়েছে স্ত্রী ও এক সন্তান।
শুক্রবার সকালে জামা-কাপড় ধোয়ার জন্য করলা নদীতে যান কৃষ্ণ রজক। সেই সময় তাঁর একটি গামলা ভেসে যায়। তড়িঘড়ি সেটি ধরতে গেলেই ঘটে যায় বিপত্তি। জলের প্রবল স্রোতে চোখের নিমেষে তিনিও ভেসে যান। ছেলেকে ভেসে যেতেই দেখে তাঁর বাবা নদীতে ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কৃষ্ণকে উদ্ধার করতে পারেননি তিনি।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাঁতার না জানার কারণে কৃষ্ণ নদীতে ভেসে যাচ্ছিলেন। তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে ছুটে আসে আশপাশের লোকজন। প্রসঙ্গত, করলা নদী মিশেছে তিস্তার সঙ্গে। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। এর জেরে করলা নদীর জলস্তরও বেড়ে গিয়েছে।
Advertisement
Advertisement



