• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উৎসব উপহারে ‘হইচই’

বহু প্রতীক্ষিত ইন্দু ৩, যা আসছে তার ফাইনাল সিজন নিয়ে— শুরু থেকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া ভক্তদের জন্য এক বিশেষ উপহার।

কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাঙালির উৎসব কখনও শেষ হয় না। বিনোদন দুনিয়াও তো এর ব্যতিক্রম নয়। উৎসবের মরশুমে সিনেমা, ওয়েব সিরিজ দর্শকের দরবারে আসতেই থাকে। হইচইও পুজোর আবহে আনছে ‘উৎসবের নতুন গল্প’। হইচই প্রকাশ্যে এনেছে আগামীর তালিকা।

অক্টোবর থেকে একগুচ্ছ বহুল-প্রতীক্ষিত শো এবং নতুন রিলিজ নিয়ে হাজির হচ্ছে হইচই। ভক্তদের প্রিয় কিছু সিরিজের শেষ সিজন, আইকনিক তারকাদের প্রত্যাবর্তন এবং নামকরা পরিচালকদের নতুন কাহিনি— সব মিলিয়ে উৎসবের মরশুমে দর্শকদের জন্য থাকছে এক সাংস্কৃতিক উপহার।

Advertisement

বহু প্রতীক্ষিত ইন্দু ৩, যা আসছে তার ফাইনাল সিজন নিয়ে— শুরু থেকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া ভক্তদের জন্য এক বিশেষ উপহার। অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজে থাকছেন ইশা সাহা ও সুহোত্র মুখোপাধ্যায়। থ্রিলার ঘরানায় তারপর থাকছে নিশির ডাক। জয়দীপ মুখার্জির পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দোপাধ্যায়।

Advertisement

‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর সাফল্যের পর এবার শুভশ্রী গাঙ্গুলি ফিরছেন অনুসন্ধান সিরিজ নিয়ে। পরিচালক অদিতি রায়। এই সিরিজে থাকছেন সাহেব চট্টোপাধ্যায়ও। ভক্তদের পছন্দের আরেক সিরিজ ‘কালরাত্রি’-ও ফিরছে তার শেষ সিজন নিয়ে, প্রতিশ্রুতি দিচ্ছে রোমাঞ্চ বজায় রাখার। কালরাত্রিতে ফিরছেন সৌমিতৃষা।

উৎসবের তালিকায় উজ্জ্বল সংযোজন কার্মা কোরমা, পরিচালক প্রতীম ডি. গুপ্তের প্রথম হইচই প্রজেক্ট। এই সিরিজে মুখ্য ভূমিকায় আছেন সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তী।

সবশেষে থাকছে ফেলুদা। দুইটি ফেলুদা ছবি পরিচালনার পর সৃজিত মুখার্জি দায়িত্ব তুলে দিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাতে। এবার তিনিই ফেলুদার রহস্য জগৎ সাজাবেন। এই জমজমাট লাইন-আপ নিয়ে হইচই আমন্ত্রণ জানাচ্ছে দর্শকদের— উৎসবের দিনে গল্প, রোমাঞ্চ আর বিনোদনে ভরপুর এক অভিজ্ঞতার জন্য।

Advertisement