• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হইচইয়ের নয়া উদ্যোগ বোল্ডলি বাঙালি, বাঙালিয়ানাকে নতুন আত্মবিশ্বাসে সাজানোর উদ্যোগ

হইচই এই বার্তা দিচ্ছে যে, 'বাঙালি হওয়া শুধু ব্যক্তিগত নয়, এটা এখন সামাজিক গর্ব।'

বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই সম্প্রতি ঘোষণা করল তাদের নতুন সাংস্কৃতিক আন্দোলন ‘Boldly Bangali’, যার মূল ভাবনা — বাঙালি পরিচয়, রুচি ও সংস্কৃতিকে আধুনিক আত্মবিশ্বাসে উদযাপন করা। হইচই এই বার্তা দিচ্ছে যে,
‘বাঙালি হওয়া শুধু ব্যক্তিগত নয়, এটা এখন সামাজিক গর্ব।’

হইচই জানায়, আজও অনেক বাঙালি ঘরে বসে বাংলা সিনেমা, সিরিজ ও সংগীত উপভোগ করলেও, আন্তর্জাতিক কনটেন্টের কথাই বেশি বলেন। এই প্রবণতাই বদলাতে চায় বোল্ডলি বাঙালি। দেখাতে চায়, বাংলা রুচি কেবল ঐতিহ্য নয়, এটি আধুনিক, স্টাইলিশ ও বৈশ্বিকভাবে প্রাসঙ্গিক।

Advertisement

এই উদ্যোগের মাধ্যমে হইচই উদযাপন করছে বাঙালির সেই আভিজাত্য, যা আসে ভালো সিনেমা বোঝার ক্ষমতা, সূক্ষ্ম কারুশিল্পের কদর, এবং আসল স্বাদের প্রতি অনুরাগ থেকে।হইচই পরিবারের তারকারা একত্রে
এই আন্দোলনের মুখ হয়ে উঠেছেন হইচই পরিবারের অভিনেতা, পরিচালক ও সৃষ্টিশীল ব্যক্তিত্বরা — যারা একসঙ্গে প্রচার করছেন আত্মবিশ্বাসী বাঙালিয়ানার নতুন বার্তা।

Advertisement

Advertisement