২০২৬ সালের নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তাই জোট করার আহ্বান জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। জানা গিয়েছে, সময় নষ্ট না করে অবিলম্বে জোটের প্রক্রিয়া শুরু করার আবেদন জানিয়েছেন নওশাদ।
২০২১-এর বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট করে লড়াই করেছিল। এই জোটকে একত্রে ‘সংযুক্ত মোর্চা’ নাম দেওয়া হয়। নওশাদ চান, ২০২১–এর মতো ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও জোট হোক। তাই আর সময় নষ্ট না করে তড়িঘড়ি প্রক্রিয়া শুরুর প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি, এবারের জোটে সামাজিক সংগঠনগুলিকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন নওশাদ।
Advertisement
গত বার সংযুক্ত মোর্চা তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন বিমান বসু। নওশাদ চান, এবারও তিনিই জোটের নেতৃত্বে থাকুন। যদিও নওশাদের চিঠির প্রেক্ষিতে এখনও পর্যন্ত বামফ্রন্টের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Advertisement
উল্লেখ্য, ২০২১ সালে বাম ও আইএসএফ জোট করলেও ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই সেই জোট ভেঙে গিয়েছিল। সেই সময় সিপিএমের বিরুদ্ধে একতরফাভাবে প্রার্থী দেওয়ার অভিযোগ তুলেছিলেন নওশাদ। মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থী ঘোষণা করার পরেও সিপিএম আলাদা করে সেখানে প্রার্থী দেয়। এরপরই জোট থেকে সরে আসেন আইএসএফ বিধায়ক। যদিও গত বছর হাড়োয়ার উপনির্বাচনে ফের একসঙ্গে লড়াই করে বাম ও আইএসএফ। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছেন নওশাদ। তাই জোটের প্রক্রিয়া আগে থেকে শুরু করার জন্য বিমান বসুকে চিঠি পাঠানো হয়েছে।
এই চিঠির প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বামফ্রন্ট। এবিষয়ে কংগ্রেসেরও কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের জোটের ভবিষ্যৎ কী হবে তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
Advertisement



