• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বংশীহারীতে পথ দুর্ঘটনায় মৃত ৪

বোলেরো গাড়ি, পিকআপ ভ্যান ও সরকারি বাসের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

প্রতীকী চিত্র

বোলেরো গাড়ি, পিকআপ ভ্যান ও সরকারি বাসের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার জামবাড়ি এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি পুরনো মালদহ এলাকায়। দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে মালদহের মাধাইপুরের ১১ জন বাসিন্দা বোলেরোতে চেপে গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন৷ অন্যদিকে গঙ্গারামপুর থেকে যাত্রীবোঝাই একটি সরকারি বাস মালদায় দিকে আসছিল। সেই সময় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর বংশীহারী থানার জামবাড়ি এলাকায় বাস ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার মধ্যে পড়ে একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বোলেরো গাড়িটি।

Advertisement

পিকআপ ভ্যান ও সরকারি বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে কয়েকজনকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল, কয়েকজনকে রসিদপুর গ্রামীণ হাসপাতাল এবং বাকিদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, গঙ্গারামপুর ব্লক এলাকায় বোলেরো গাড়ি, পিকআপ ভ্যান ও একটি সরকারি বাসের সংঘর্ষে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন৷ দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাস, বোলেরো গাড়ি এবং পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

Advertisement