• facebook
  • twitter
Monday, 15 December, 2025

মমতার প্রস্তাব মেনে আগামী সপ্তাহেই দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও করবে ‘ইন্ডিয়া জোট’

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রাজ্যসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের ঘরে 'ইন্ডিয়া জোটে'র সংসদীয় দলের নেতাদের বৈঠক হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন, দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে। বাংলার মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, বাংলায় এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে এই ঘেরাও করা হবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব গ্রহণ করলেন ইন্ডিয়া জোটের নেতারাও।

বৃহস্পতিবার সকালে, ‘ইন্ডিয়া জোটে’র বৈঠকে ঠিক হয়, মমতার দেখানো পথেই নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ করবে বিরোধী দলগুলি। ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর বিরুদ্ধেই সুর চড়িয়েছে বিরোধীরা। সংসদে প্রতিদিনই তারা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। বিরোধী জোটে সেই বিক্ষোভে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কাদের সঙ্গে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও।

Advertisement

জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে রাজ্যসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের ঘরে ‘ইন্ডিয়া জোটে’র সংসদীয় দলের নেতাদের বৈঠক হয়। সেখানে রাহুল গান্ধীর উপস্থিতিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাব গ্রহণ করেন ‘ইন্ডিয়া জোটে’র নেতারা। ঠিক হয়, ‘ইন্ডিয়া জোটে’র সাংসদরা নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, আগামী সপ্তাহের বুধবার অথবা বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি হতে পারে।

Advertisement

উল্লেখ্য, গতকাল সংসদ চত্বরে দাঁড়িয়ে লোকসভার তৃণমূল সাংসদ ও ‘সেকেন্ড-ইন-কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এসআইআর হল সাইলেন্ট ইনভিসিবল রিগিং|’ এবার এই মর্মে কমিশন ঘেরাও-এর জন্য পোস্টার তৈরি করে ফেলেছে তৃণমূল সাংসদরা। তাদের দাবি, ‘ইন্ডিয়া জোটে’র অন্যদলগুলিও এই পোস্টার ব্যবহার করবে।

Advertisement