• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বীরভূম জেলা পুলিশে রদবদল

বুধবার সন্ধ্যায় জেলার তিনটি থানার অফিসার ইন চার্জ অর্থাৎ ওসি-কে বদলি করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টিকে স্বাভাবিক বলেই দাবি করছে।

প্রতীকী ছবি

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন নিয়ে সরব হয়ে বোলপুরে গিয়েছিলেন। আর ঠিক তারপরেই বীরভূম জেলা পুলিশে রদবদলের খবর সামনে এসেছে। যদিও জেলা পুলিশ এই বিষয়টিকে রুটিন বদল বলে দাবি করেছেন, কিন্তু রাজনৈতিক মহল তা মানতে নারাজ। উল্লেখ্য, পুলিশের সঙ্গে বচসার কারণে সাম্প্রতিক কালে বহুল চর্চিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কিছুদিন আগেই বীরভূম জেলা তৃণমূলে কোর কমিটির আহ্বায়কের পদ পেয়েছেন। ফলত এই আবহে বীরভূম জেলা পুলিশে রদবদলকে লঘু করে দেখতে চাইছেন না কেউই।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় জেলার তিনটি থানার অফিসার ইন চার্জ অর্থাৎ ওসি-কে বদলি করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টিকে স্বাভাবিক বলেই দাবি করছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা জেলা পুলিশের অভ্যন্তরের এই বদলকে গুরুত্বপূর্ণ মনে করছেন। জানা গিয়েছে, মল্লারপুর থানার বর্তমান ওসি রাজকুমার দাসের বদলি হয়েছে সাঁইথিয়া থানায়। আহমেদপুর থানার ওসি মনোজকুমার পতির বদলি করানো হয়েছে বোলপুর থানায়। এখন থেকে মল্লারপুরের নতুন ওসির দায়িত্ব পেয়েছেন রাহুল গোঁসাই এবং আহমেদপুর থানার ওসির ভার পেয়েছেন আব্দুল হানিফ।

Advertisement

বীরভূম জেলা পুলিশের এই রদবদল রাজনৈতিক ক্ষেত্রের জন্য কতটা কার্যকর হবে তা দেখা শুধু সময়েরই অপেক্ষা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের সিউড়ির অবিনাশপুর অঞ্চলে তৃণমূলে নেতা অনুব্রত মণ্ডলের দলের সঙ্গে অপর তৃণমূল নেতা কাজল শেখের দলের মধ্যে বচসা হয়। সবমিলিয়ে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তই বলা চলে।

Advertisement

Advertisement