পাঁচটি দেশ সফর সেরে বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কূটনৈতিক সফরে ঘানা, ত্রিনিদাদ, টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া অন্তর্ভুক্ত ছিল। এই সময় তিনি ব্রাজিলে ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণও করেন। তার সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ২ জুলাই ঘানার রাজধানী আক্রায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রী মোদী ঘানার প্রেসিডেন্ট জন মাহামার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। দুই দেশের শক্তিশালী অংশীদারিত্বের পর্যালোচনা করা হয়। অর্থনৈতিক, শক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং উন্নয়ন সহযোগিতার মাধ্যমে এটি আরও শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
৩ জুলাই প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগো এবং ৪ জুলাই তিনি বুয়েনস আয়ার্স সফর করেন। এখানে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতার পর্যালোচনা করা হয়। প্রতিরক্ষা, কৃষি, খনন, তেল ও গ্যাস, নবায়নযোগ্য শক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং মানুষের মধ্যে সম্পর্কসহ প্রধান ক্ষেত্রগুলোতে ভারত-আর্জেন্টিনা অংশীদারিত্বকে আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়। এরপর তিনি ব্রাজিল সফরে যান। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মোদি নামিবিয়ায় যান। নামিবিয়ার সাংসদে ভাষণ দেন।
Advertisement
Advertisement
Advertisement



