বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘুমন্ত প্রেমিকাকে ছুরির দিয়ে কুপিয়ে খুন করেন তারাপীঠ থানার খামেড্ডা গ্রামের এক যুবক। আহত অবস্থায় তরুণীকে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রাণ হারান। শুক্রবার সাহাপুর গ্রামের কাছাকাছি একটি ইটভাটার পাশে, গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক এবং যুবতীর নাম বিক্রম মাল ও সুস্মিতা বায়েন। সুস্মিতার পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে সুস্মিতা তাঁর বোনের সঙ্গে ঘুমোচ্ছিলেন। সেই সময় বিক্রম ঘরে ঢুকে সুস্মিতার মুখ চেপে ধরে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। সুস্মিতা চিৎকারে বাড়ির লোকজন উঠে পড়লে বিক্রম পালিয়ে যান। সুস্মিতাকে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পথেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
তরুণীর পরিবারের অভিযোগ বিক্রম ও সুস্মিতার সম্পর্কে ভাঙন ধরার কারণেই এই ঘটনা। সুস্মিতা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু বিক্রম ভয় দেখিয়ে সম্পর্ক টিঁকিয়ে রাখতে চান। এরই মধ্যে সুস্মিতার অন্যত্র বিয়ের চেষ্টাও চালাচ্ছিলেন পরিবারের সদস্যরা। এই কথা জেনেই বিক্রম সুস্মিতাকে আক্রমণ এবং হত্যা করেছে বলে অভিযোগ। দু’জনের মৃতদেহই পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ দু’জনেরই মৃত্যুর তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement



