• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

প্রীতি ম্যাচে লজ্জার হার ভারতের

দুই পর্বে একটি করে গোল করে থাইল্যান্ড। বোঝাপড়াই তৈরি হয়নি ভারতীয় দলে। বিদেশের মাটিতে খেলতে যাওয়ার আগে সন্তোষ জয়ী বাংলা দলকে কষ্ট করে হারিয়েছিল মানোলোর ভারত।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ১০ জুন হংকংয়ের কাওলুন সিটিতে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হতে চলেছে ভারত। সেই ম্যাচের প্রস্তুতির অঙ্গ হিসেবে বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিল ভারত। সেই ম্যাচে ভারতকে হারতে হল ২-০ গোলের ব্যবধানে। আরও বেশি গোলে হারলেও কিছু বলার ছিল না। ভারতের রক্ষণ ভাগের ফুটবলাররা আবারও চূড়ান্ত ব্যর্থ।

দুই পর্বে একটি করে গোল করে থাইল্যান্ড। বোঝাপড়াই তৈরি হয়নি ভারতীয় দলে। বিদেশের মাটিতে খেলতে যাওয়ার আগে সন্তোষ জয়ী বাংলা দলকে কষ্ট করে হারিয়েছিল মানোলোর ভারত। থাইল্যান্ডের বিরুদ্ধে সেই ছন্নছাড়া ফুটবল খেলল ভারত।
প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে হাত মেলানো দূরত্ব থেকে লিস্টন কোলাসো গোলকিপারের গায়ে মারলেন। সুনীল ছেত্রীর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। একবার তাঁকে পেনাল্টি বক্সে ফেলেও দেওয়া হয়। পেনাল্টি আবেদন করেন ছেত্রী। ৭৬ মিনিট পর্যন্ত তিনি মাঠে ছিলেন তিনি।

Advertisement

Advertisement

Advertisement