• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অমৃত ভারত স্টেশন-এর তকমা নিয়ে যাত্রা শুরু করল আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড়

স্টেশনের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং বিধায়ক বিবেকানন্দ বাউড়ি।

বৃহস্পতিবার বিকানের থেকে ভার্চুয়ালি দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে বাংলার তিনটি স্টেশন রয়েছে— দক্ষিণ–পূর্ব রেলের আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড়, পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় এবং শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া। অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় এই দফায় ১০৩টি স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার রাজস্থান থেকে ওই স্টেশনগুলির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন স্থানীয়ভাবে আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড়ের উদ্বোধন করল দক্ষিণ-পূর্ব রেল।

দক্ষিণ-পূর্ব রেলের অধীনে রয়েছে আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশন। এখানে উন্নততর স্টেশন কনকোর্স, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুম, গ্রানাইটের স্ল্যাব বসানো প্ল্যাটফর্ম, র‍্যাম্প, পার্কিং এরিয়া ইত্যাদি রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্যে শৌচাগার এবং নিম্ন উচ্চতার বুকিং কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্টেশনের পাশাপাশি আমূল বদলে গিয়েছে জয়চণ্ডী পাহাড় স্টেশন। প্ল্যাটফর্মের আধুনিকীকরণ, উন্নত আলোর ব্যবস্থা ছাড়াও যাত্রীদের যাতায়াতের জন্য আধুনিক ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

এদিন স্টেশনের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং বিধায়ক বিবেকানন্দ বাউড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষ, স্কুলপড়ুয়াদের পাশাপাশি অন্যান্য সরকারি আধিকারিক, এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মূল বিষয় ছিল ‘মেরা অমৃত স্টেশন’ এবং ‘অপারেশন সিঁদুর-বিরতা কি মিশাল’। এছাড়াও আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Advertisement

Advertisement