• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

চুঁচুড়ায় মহিলাকে কুপিয়ে হত্যা দ্বিতীয় পক্ষের স্বামীর

চুঁচুড়ায় মহিলাকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠল দ্বিতীয় পক্ষের স্বামী বিরুদ্ধে। শনিবার গভীর রাতে চুঁচুড়ার প্রিয়নগর দক্ষিণ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতীকী চিত্র।

চুঁচুড়ায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দ্বিতীয় পক্ষের স্বামী বিরুদ্ধে। শনিবার গভীর রাতে চুঁচুড়ার কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুপর্ণা ঘোষ। বয়স ৫৮ বছর। অভিযুক্ত উজ্জ্বল শীলকে পুলিশ আটক করেছে। এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

চুঁচুড়া কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকার বাসিন্দা সুপর্ণার দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল। তাঁরা একটি ভাড়াবাড়িতে থাকতেন। উজ্জ্বল কোনও কাজ করতেন না। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালাতেন সুপর্ণাদেবী। শনিবার রাতে হঠাৎ উজ্জ্বল শীলের শরীর খারাপ হয়। সুপর্ণাদেবী কাজ থেকে ফিরলে স্বামীর অসুস্থতার কথা তাঁকে জানান বাড়িওয়ালা।

Advertisement

সুপর্ণাদেবী ঘরে ঢুকতেই উজ্জ্বলবাবু ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন এবং এলোপাথাড়ি কোপাতে থাকেন। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ভয়াবহ দৃশ্য দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। চুঁচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুপর্ণাদেবীকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিতে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উজ্জ্বল শীলকে আটক করেছে পুলিশ।

Advertisement

মৃতার ছেলে ও বৌমার দাবি, তাঁদের মা-ই সংসার চালাতেন। উজ্জ্বল কিছুই করতেন না। এই নিয়ে অশান্তি হত দু’জনের। সেই কথা ফোন করে বলতেন সুপর্ণা। শনিবার রাতে ছেলেকে ফোন করে সুপর্ণা বলেন, ‘আমাকে কুপিয়ে দিল।’ কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement