• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইপিএলে খেলা বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে চাইছেন

আইপিএলে খেলার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দেশের বিভিন্ন ক্রিকেটাররা ভারতে এসে রয়েছেন।

প্রতীকী চিত্র

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে আর ভারতে থাকতে চাইছেন না আইপিএল খেলা দেশে উপস্থিত বিদেশি ক্রিকেটারেরা। দ্রুত দেশে ফিরতে চাইছেন তাঁরা। ইতিমধ্যে আইপিএলও আপাতত এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছে। এমতাবস্থায় আইপিএল দলগুলিকেই দায়িত্ব নিয়ে বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।

আইপিএলে খেলার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দেশের বিভিন্ন ক্রিকেটাররা ভারতে এসে রয়েছেন। তাঁদের মধ্যে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, রশিদ খানের মতো ক্রিকেটারেরা রয়েছেন। সকলকে সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে দেওয়াই এখন লক্ষ্য বোর্ডের।

Advertisement

বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল করা হয়। এদিন ম্যাচ চলাকালীন জম্মু সহ দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ চালায় পাকিস্তান। সঙ্গে সঙ্গেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ব্ল্যাকআউটের নির্দেশ জারি হয়। এর ফলে ধরমশালার স্টেডিয়ামে আলো নিভিয়ে দেওয়া হয়। ফলে বাতিল হয়ে যায় পাঞ্জাব-দিল্লি ম্যাচ। মাঠ ছাড়তে বলা হয় দর্শকদের। তার পরেই বৈঠকে বসেছিলেন আইপিএল কর্তৃপক্ষ। সেখানেই আইপিএল আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

Advertisement