ইডেনে ম্যাচ চলাকালীন বোমা মেরে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপর গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি মেলও আসে। শুক্রবার সকালে দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা মেল পান যে অরুণ জেটলি স্টেডিয়াম নাকি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
ইমেল আইডি’তে এই হুমকি মেল আসে বলে খবর। বিষয়টি পুলিশ জানানো হয়েছে এবং ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ এই স্টেডিয়াম।
Advertisement
যদিও এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ার ফলে কোনও খেলাই হবে না কোনও মাঠে, তাও সমস্ত সতর্কতা এবং তদন্ত শুরু হয়ে গিয়েছে। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে এই ইমেল পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। তাঁরা জানান, ‘শুক্রবার সকালে আমরা হুমকি মেল পেয়েছিলাম যা ইতিমধ্যেই পুলিশকে ফরওয়ার্ড করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। গোটা স্টেডিয়ামও পরিদর্শন করে গিয়েছে পুলিশ।’
Advertisement
Advertisement



