• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

ভারত–পাক যুদ্ধের আবহে দিল্লিতে সৌদি আরবের মন্ত্রী

ভারত–পাকিস্তান যুদ্ধের আবহে ভারতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল–জুবের।

ভারত–পাকিস্তান যুদ্ধের আবহে ভারতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল–জুবের। উদ্ভূত পরিস্থিতিতে আচমকা তাঁর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বৈঠকের পর জয়শঙ্কর জানিয়েছেন, আজ সকালে সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। সন্ত্রাসবাদ বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে ভারতের অবস্থান তাঁর কাছে ব্যাখ্যা করা হয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই দেশের মধ্যে সংঘাত দ্রুত বন্ধ করার অনুরোধ জানাতেই সৌদি আরবের মন্ত্রী ভারত সফরে এসেছেন।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ১৫ দিন পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গিঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাল্টা পুঞ্চ ও তাংধরে গোলা বর্ষণ করেছে পাক সেনাবাহিনী। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এই উত্তজনা প্রশমন করতে এবং দুই দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেই বার্তা দিতে ভারতে আচমকা সফরে এসেছেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী। জানা গিয়েছে, গত বুধবার রাতে তিনি দিল্লিতে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।

Advertisement

সৌদি আরবের বিদেশ দপ্তরের তরফে এক্স হ্যান্ডলে টুইট করে এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে অনমনীয়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রীর মত বিনিময় হয়েছে।

Advertisement

Advertisement